শিরোনাম: |
লক্ষ্ণৌতে উডের বদলি হতে পারেন তাসকিন!
|
![]() চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার মার্ক উড। নতুন দল হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল উডের। নতুন খবর হলো আইপিএলে উডের বদলি হতে পারেন বাংলাদেশের তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট দলের এক বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানা গেছে। যেখানে জানা যায়, আইপিএলে বাংলাদেশের এই স্পিডস্টারকে দলে পেতে ফোন দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই ক্রিকেটার নাকি পুরো মৌসুমের জন্যই চেয়েছে তাসকিনকে। সে ক্ষেত্রে তাসকিন আইপিএলে যোগ দিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলেই উড়াল দিতে হবে ভারতে। বদলে যাওয়া তাসকিন আহমেদ বল হাতে ঝড় তুলছেন ২২ গজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে অসাধারণ বোলিং করে চমকে দিয়েছেন প্রতিপক্ষকে। তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ভেঙে দিয়েছিলেন। ফিরিয়েছিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা রাসি ভ্যান ডার ডুসেনকে। গতকাল জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডের পর ঢাকা থেকে নিজের আইপিএলে যাত্রার বিষয়ক এমন খবর ফোনে জানতে পেরেছেন তাসকিন। তবে প্রস্তাবের বিষয়টি নিয়ে দল এবং বোর্ডের সঙ্গে আলোচনার জন্য কিছু সময় চেয়েছেন বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য সেই সূত্র। যদিও আজকের মধ্যেই আইপিএলের নতুন দল লক্ষ্ণৌকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে তাসকিনকে। তাসকিন যেহেতু বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন, সেক্ষেত্রে এই ক্রিকেটার রাজি হলে সাদা পোশাকে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। |