শিরোনাম: |
সোনাগাজীতে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করলেন সার্কেল এসপি ও নবাগত ওসি
|
![]() সোনাগাজী মডেল থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে বৃহস্পতিবার সকালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মো: মাশকুর রহমান(পিপিএম),সোনাগাজী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো: খালেদ হোসেন। প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার (পিপিএম) মো: মাশকুর রহমান মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানা পুলিশকে সংবাদ দিতে হবে। সব সময় নিজ নিজ এলাকায় দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সোনাগাজী উপজেলার ৯ টি ইউনিয়নের সমগ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করতে হবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লা দারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে সকল গ্রাম পুলিশ কে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দেন। নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দিতে হবে কম্পিউটার এবং কোন অপরাধ সংঘটিত হওয়ার কোন খবর পেলে তাৎক্ষিনক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা অবহিত করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ গ্রাম পুলিশের সহযোগিতা চেয়েছেন। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত মো: আবুল কাশেম,সেকেন্ড অফিসার আরিফুল করিম দোলনসহ প্রমুখ। |