শিরোনাম: |
রাজনৈতিক নেতাদের সম্মানে সোনাগাজী প্রেসক্লাবের ইফতার
|
![]() ফেনীর সোনাগাজীতে প্রেসক্লাবের আয়োজনে প্রশাসন, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সম্মানে ইফতার পার্টি শনিবার (২৩ এপ্রিল) পৌরশহরের ফুডগার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইফতারপার্টি বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক সমকালের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক, সোনাগাজী মডেল থানার নবাগত ওসি মু: খালেদ হোসেন,সেকেন্ড অফিসার আরিফুর রহমান দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জহিরুল আলম জহির, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, চরমজলিশপুরের ইউপি চেয়ারম্যান এম. এ হোসেন, নবাবপুরের ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, মঙ্গলকান্দির ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, বগাদানার ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল। সংবাদ কর্মিদের মধ্যে মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি জমির বেগ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি শফিউল্লাহ রিপন, ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক স্টারলাইন প্রতিনিধি এস.এন আবছার,প্রেসক্লাব সম্পাদক শরিয়ত উল্যাহ রিফাত, দৈনিক হাজারিকা প্রতিদিনের মো: আবদুর রহিম, অগ্রসর প্রতিনিধি গাজী হানিফ, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সালাহ উদ্দিন, আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্লাহ, আলোকিত সকাল প্রতিনিধি আল-মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনিতীবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। |