শিরোনাম: |
ফেনীতে বন্য পাখি উদ্ধার আটক-১
|
![]() ফেনী পৌর এলাকার চাড়িপুর থেকে বিভিন্ন প্রজাতির ১৫৭ টি বন্য পাখি উদ্ধার করেছে ফেনী জেলা পুলিশ। পুলিশ জানান, গোপন সংবাদের ভিক্তিতে ফেনী পৌর এলাকার চাড়িপুর দুলাল মিয়ার কলোনি থেকে (২ আগষ্ট) মঙ্গলবার দুপুরে পাখিগুলো উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি দেশের বিভিন্ন জেলা থেকে পাখিগুলো ধরে এনে বিক্রির জন্য দুলাল মিয়ার কলোনিতে রেখেছিলো। উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে, ৪০ টি চন্দন টিয়া, ৫টি হিরামন,১০৫ টি মুনিয়া, ১টি শালিক ও ৭টি দেশি টিয়া পাখি। এসময় বন্য পাখি নিজের হেফাজতে রাখার অপরাধে খুলনা জেলার সোনাডাঙা থানার হাফিজ নগর এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে আতাহার আলী শিকদার (৪২) কে আটক করা হয়। উদ্ধার করা পাখিগুলো ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইকোপার্ক কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। |