মঙ্গলবার, ১৯ মার্চ, 2০২4
বাড়তি পেসার
Published : Thursday, 23 July, 2020 at 7:48 PM, Update: 23.07.2020 7:54:24 PM

প্রেসার বাড়তি থাকা সত্তেও ভুলক্রমে এ মাসের ৭ তারিখে একটি স্যালাইন দিয়েছিলাম। পরদিনই প্রেসার বেড়ে নিচে ১০০ উপরে ২০০ উঠে যায়। এর পর থেকে প্রতিনিয়ত সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে প্রেসার বেড়ে নিচে ৮০-৯০ উপরে ১৭০-১৮০। সকালে কিছুদিন ওসারটিল-৫০ এবং সন্ধ্যায় Amdocal-5  খেয়েছি। তারপরে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ি। সোয়ার পর থেকে কিছুটা স্বস্থিবোধ করি। কোনভাবেই ঘুম আসে না। তবে বেশির ভাগ সময় সকালে ১১৫-উপরে এবং নিচে ৬০ থাকে। দিনের ৩টা ৪টা পর্যন্ত পরিস্থিতি ভালই থাকে কিন্তু আজকে কয়েকদিন রাত ৭টা থেকে ৯টার মধ্যে খুব প্রেসার উঠানামা করে। মিনিটের মধ্যে নিচে ৮০-৯০ উপরে ১৭০-১৮০ উঠে যায়। এটা রাত ৭টা থেকে ৯টার মধ্যে কয়েকবারই হয়। ফলে আপাতত সকল কার্যক্রম বন্ধ এবং দিন দিন শরীরও খারাপ হচ্ছে। কোন কোন সময় ভয় পেয়ে ওষুধ রাতের মধ্যে দুইটাও খেয়েছি। কোন কোন সময় একেবারে স্লো লেভেলে অক্সিজেন দিয়ে থাকি। এতে কিছুটা ঘুমের ভাব এবং স্বস্থি মনে হয়। তবে অক্সিজেন সপ্তাহে দুই দিনের বেশি গ্রহণ করি না। বর্তমানে এজিসান-৪০ প্রথম দিকে সকালে খেতাম আর রাত্রে Amdocal-5  খেয়েছি। মোটকথা বিভিন্ন ডাক্তারের সাথে আলাপ করে বার বার  ওষুধ বদল করলেও পরিস্থিতির সামান্যতম উন্নতি নাই।  এদিকে কেউ কেউ এজিসান প্লাস খাওয়ার পরমার্শ দিয়েছেন কেউ কেউ Alphapress-1mg  খেতে বলেছে। এখন আমার রাত ৭টা থেকে রাত ৯টার মধ্যে কিছুক্ষণ পরপরই প্রেসার উঠানামা করে। এতে আমার ভিষন ভয় করে। তাই আমি আপনার সরনাপন্ন হয়েছি। আমি আশা করি আপানার মাধ্যমে আমার এই সমস্যাটির সমাধান আসবে। খাওয়ার মধ্যে সকালে একটা রুটি একটি ডিম, কিছু সবজি ভাজি এবং মাল্টা, পেয়ারা, ও ড্রাগন ফল খাই। ইদানিং খুব অল্পপরিমান দুধ বেশি পানি দিয়ে খাই। দুপুরেও রুটি ডিম ছাড়া অন্যগুলো খেয়ে থাকি। রাতেও দুপুরের মতই খাবার খেয়ে থাকি।  প্রেসারের ওষুধ ছাড়া যেই ওষুধগুলো খাচ্ছি তা হচ্ছে
সকালে খাওয়ার পর Galvus Met-500, Clopid-75mg, Diovan-80, Cardizem SR,90

iv‡Z Lvevi ci Uromex-D, Monus-10, atova-40, Imuzin-20mg,

Rqbvj nvRvix

Dc‡`óv †K›`ªx AvIqvgxjxM



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি