শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
শিল্পী সমিতির বাইরে কেউ খোঁজ নেয় না
Published : Thursday, 3 September, 2020 at 6:47 PM

বিনোদন ডেস্ক ॥
বড় ও ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ শিল্পী প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে বহু নাটকেও। একটা সময় শিডিউল ব্যস্ততায় তার হাতে অবসর থাকত না। বছরের বেশির ভাগ সময় চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন তিনি।
খালেদা আক্তার কল্পনা অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি জাতীয় পুরস্কারের মতো সম্মাননাও পেয়েছেন। অথচ জীবন সায়াহ্নে এসে গুণী এই অভিনেত্রীকে ষড়যন্ত্রের শিকার হয়ে বেকার থাকতে হয়েছিল। মাঝে কাজে ফেরার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে বেকার হয়ে ঘরবন্দি তিনি।
ঢাকাটাইমসকে খালেদা আক্তার কল্পনা জানান, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে বেকার সময় পার করছি। টুকটাক কাজের সুযোগ থাকলেও করোনার আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছি না। হাতে কাজ না থাকায় চলতেও অসুবিধা হচ্ছে। আমার লেখা কিছু গল্প আছে। কিন্তু কেউ সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে না। খুব চিন্তা হচ্ছে যে সামনের দিনগুলো কীভাবে পার করব। কাজেই, সব কিছু মিলিয়ে ভালো নেই।’
অভিনেত্রী আরও জানান, ‘একমাত্র শিল্পী সমিতি ছাড়া করোনার এ সময়ে চলচ্চিত্রপাড়ার কেউ খোঁজ নেয়নি বা নিচ্ছে না। করোনার শুরু থেকে এখন পর্যন্ত শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান নিয়মিত খোঁজখবর রাখছেন। বেশ কয়েকবার উপহার সামগ্রীও পাঠিয়েছেন। এছাড়া কেউ একদিন ফোন দিয়েও জানতে চায়নি আমি কেমন আছি।’
১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন খালেদা আক্তার কল্পনা। মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি মতিন রহমানের ‘রাধাকৃষ্ণ’। নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘জিনের বাদশা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি