শুক্রবার, ২৬ এপ্রিল, 2০২4
স্ত্রীর বয়স ৭৪, স্বামীর ২১ তবুও তারা দারুণ সুখী
Published : Monday, 18 November, 2019 at 8:12 PM

আন্তর্জাতিক ডেস্ক ॥
 গ্যারি যখন আলমিডাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল ১৭ বছর। এখন তার বয়স ২১ বছর। আর স্ত্রীর ৭৪। আজ থেকে চার বছর আগে ৭০ বছরের আলমিডাকে বিয়ে করেন ১৭ বছরের গ্যারি। ১৬ নভেম্বর এ অসম জুটি তাদের চতুর্থ বিবাহবার্ষিকী পালন করছেন। এই দিনে তিনি সারা বিশ্বকে জানিয়ে দিলেন, তিনি তার এ দাম্পত্য জীবনে খুবই খুশি। ২০১৫ সালের দিকে ২১ বছর বয়সী গ্যারি বিয়ে করেন ৭৪ বছর বয়সী আলমিডাকে। ১৬ নভেম্বর ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এই উপলক্ষে কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এরপর থেকেই তাদের ছবি ভাইরাল হয়ে যায়। তারা উভয়ই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, গ্যারির যখন ১৭ বছর বয়স তখন তাদের দু’জনের সাক্ষাৎ হয়। এ সময় আলমিডার বয়স ৭০ বছর। তখন তাদের দুজনের বয়সের পার্থক্য ছিল ৫৪। তবে বয়স তাদের ভালোবাসার সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। সমাজকে প্রচলিত ধারাকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে সুখেই সংসার করছেন তারা।
স্ত্রীর প্রতি অকৃত্তিম ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন গ্যারি। সেখানে তিনি লিখেছেন, ‘আজ থেকে চার বছর আগে এই দিনে (১৬ নভেম্বর) আমি এমন এক নারীকে আমার হৃদয় দিয়েছি, যে আমার হৃদয় হরণ করেছে এবং প্রতিনিয়ত করেই যাচ্ছে। তোমার সঙ্গে দেখা হওয়ার আগের দিন পর্যন্ত আমি জানতাম না যে, কাউকে এত গভীরভাবে ভালোবাসা সম্ভব। তোমার প্রতি আমার ভালোবাসা এই পৃথিবী ছাড়িয়ে সমুদ্রের চেয়েও গভীর। আমরা সবসময় উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছি যা আমরা সর্বদা কাটিয়ে উঠেছি। শুধুমাত্র তোমার কারণে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। সেই সঙ্গে কঠোর পরিশ্রম করছি যাতে করে আমাদের লক্ষ্যগুলো ও স্বপ্নগুলো পূর্ণ হয়।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমাকে সত্যিই গর্বিত করেছ এবং প্রতিনিয়ত করে যাচ্ছ। আমার দেখা তুমিই সবচেয়ে কষ্টসহিষ্ণু নারী। তুমি আমাকে খুব দ্রুতই অনুপ্রাণিত করতে পারো। ভেতরে-বাইরে তুমি আসলেই অনন্যা। তুমি শুধু আমার স্ত্রীই নও, আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি গ্রষ্টার কাছে প্রার্থনা করি এই জন্য যে, তিনি তোমাকে আমার স্ত্রী করেছেন। আমি মনে করি, গ্রষ্টার কাছে আমি যা চেয়েছি, গ্রষ্টা তার চেয়ে অনেক বেশি দিয়েছেন।’
শেষে গ্যারি লিখেছেন, ‘তোমাকে আমি নিঃশর্ত ভালোবাসি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার যতœ নিতে চাই। হৃদয়ের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি আমি।’



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি