শুক্রবার, ২৬ এপ্রিল, 2০২4
ফেনীতে ব্লক রেইডের নামে আইওয়াস হয়েছে - হাজারী
Published : Wednesday, 3 May, 2017 at 5:34 PM, Update: 04.05.2017 4:59:19 PM

ফেনীতে ব্লক রেইডের নামে আইওয়াস হয়েছে হয়েছে বলে মন্তব্য করেছেন জয়নাল হাজারী। সোমবার ফেইসবুক লাইভে দেয়া এক ভাষনে তিনি এ মন্তব্য করেন।

ব্লক রেইড প্রসঙ্গে হাজারী বলেন, “আমি বলেছিলাম এই অভিযানটির খবর শেষ হলে দিব। কিন্তু দেবার কিছু নাই। সব আইওয়াস, সব প্রহসন। কোন ঘটনাই নাই। একটা লোক গ্রেফতার করেছে সে পিয়ন। এই জাতীয় আরও ৩-৪ জন গ্রেফতার হয়েছে।”

এত বড় অভিজানের রেজাল্ট শূন্য মন্তব্য করে তিনি বলেন, “ভরপুর অস্ত্র-ভরপুর ইয়াবা ভরপুর ফেন্সিডিল, ফেনীতে মাদকের ব্যবসা রমরমা। অথচ এতবড় অভিযান শত শত পুলিশ নিয়ে অভিযান, বলা হচ্ছে ব্লক রেইড। কেউ এদিক ওদিক পালাতে পারবে না। যে যেখানে আছে ওখানেই অবস্থান করতে হবে। শুনতে খুবই ভাল লাগল সবাই খুশি হল । পরে রেজাল্ট শূন্য। এই ধরনের আমার মনে হয় ঘটনা পুলিশের করা উচিত নয়।”

এ অভিজানে মানুষ হতাশ হয়েছে জানিয়ে সাবেক এই সাংসদ বলেন, “এই জন্য পরবর্তী সময় পুলিশ যখন বড় অভিযান করবে বা করতে চাইবে মানুষের আস্থা হারাবে। সেদিনের এই অভিযানে নিশ্চয়ই অনেক টাকা পয়সা খরচ হয়েছে। অনেক পরিশ্রম হয়েছে। কিন্তু তাতে আমাদের কোন আশার বাণী মানুষ শুনতে পায়নি। এটা মানুষ নিজেরা খুবই হতাশ হয়েছে।”

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল ফেনী শহরের বিভিন্ন স্থানে ব্লক রেইড অভিযান পরিচালনা করে জেলা পুলিশ বিভাগ।

বিভিন্নস্থানে আত্মগোপনে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের আটক, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও জঙ্গি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এই অভিযান পরিচালিত হয় বলে জানায় তারা।

সকাল ১০টা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে পুলিশের এ বিশেষ অভিযান। প্রথমে শহরের পাঠান বাড়ি রোড এরপর রামপুর, মাস্টারপাড়া, সহদেবপুর, আতিকুল আলম সড়ক, বারাহীপুরসহ পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে চলে এ অভিযান।

তবে এ অভিজানে কোনও ধরনের বিস্ফোরক বা কোনও মাদক দ্রব্যও উদ্ধার করা হয়নি বলে জানায় পুলিশ।

অভিযানে ফেনী পুলিশ সুপার এস. এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঊক্য সিং, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরো পড়ুন :-
নিজামের ন্যাম ফ্ল্যাটের বরাদ্দ বাতিল, খালি করার নির্দেশ নিজের নামে বরাদ্ধকৃত ১/৬০১ নম্বর ফ্ল্যাটে কাজোর লোক রাখার দায়ে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন
ফেসবুক লাইভে হাজারীর ভাষণ (০১-০৫-২০১৭)সালামু আলাইকুম আজকে মে দিবস। আজ বক্তৃতার শুরুতেই মে দিবসকে নিয়ে কিছু কথা  তো বলতে
ফেনীতে ব্লক রেইডের নামে আইওয়াস হয়েছে - হাজারীফেনীতে ব্লক রেইডের নামে আইওয়াস হয়েছে হয়েছে বলে মন্তব্য করেছেন জয়নাল হাজারী। সোমবার ফেইসবুক লাইভে
আলাউদ্দিন নাসিমকে নিয়ে যা বললেন হাজারীএবার আলাউদ্দিন নাসিমের অপকর্মের তথ্য জনসম্মুখে তুলে ধরলেন জয়নাল হাজারী। সোমবার ফেইসবুক লাইভে দেয়া এক
জাহিদ প্রশ্নে প্রকট হচ্ছে মিষ্টার বনাম সিন্ডিকেট নেতার দন্দ!বহুল আলোচিত একরাম হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরী ওরফে জেহাদ গ্রেপ্তার
২৬ তারিখে প্রকাশ্যে অস্ত্রসহ মহড়া দিয়েছে জাহিদ : হাজারীজয়নাল হাজারী ঘোষিত ২৬ তারিখের মহাসমাবেশ ঠেকাতে একরাম হত্যার আসামি জাহিদ প্রকাশ্যে অস্ত্রসহ মহড়া দিয়েছে



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি